ঘাগট নদীর তীরে এক.............

ঘাগট নদীর তীরে এক বিকেলের গল্প
রংপুরে ঘুরতে আসবেন কিন্ত ঘাগট নদীর তীরে অবস্থিত ঘাগট সেনা পার্কে বিকেলে সময় যদি না কাটান তাহলে বলবো আপনার রংপুর ভ্রমনের কুড়িয়ানাই মিছে হবে। সেনাবাহিনী পরিচালিত ছোটো এ পার্কটি ঘাগট নদীর তীরে অবস্থিত।পার্কটি বেশ ছিমছাম ও গোছানো। এর একপাশে দিয়ে বয়ে গেছে শান্ত, সৌম্য ও অতিকায় শীর্ন নদী ঘাগট।একেবারে নদীর পাড় ঘেঁষে আছে সেনাবাহিনী পরিচালিত রেস্টুরেন্ট। এখানে পাবেন ফালুদা, কফি, তান্দুরি রুটি, শিক কাবাব সহ নানাবিধ চাইনিজ খাবার। সবুজ নরম ঘাসের উপর টেবিল পাতানো। একবার ভাবুনতো হাতে এক মগ কফি, সাথে আছে মনের মানুষ। চুমুক দিচ্ছেন কফির পেয়ালায় আর দেখছেন সরু নদীর প্রবাহমান স্বচ্ছ পানি। আর পশ্চিম আকাশের সোনালি সূর্যের মিষ্টি নরম আলো নদীর পানিতে পড়ে এক মোহনীয় অন্যরকম পরিবেশ তৈরি করে। আর এরকম সময়ে এরকম পরিবেশে কাছের মানুষ, পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা হয়ে উঠতে পারে আপনার জীবনের অন্যতম সেরা একটি মুহুর্ত
যেভাবে যাবেন:
ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে রংপুর। এরপর রিকশা বা অটোতে করে ঘাগট বিনোদন পার্ক।
দয়া করে পার্কের ডাস্টবিন এ ময়লা ফেলে পার্কের পরিবেশ পরিষ্কার ও পরিছন্ন রাখুন।



Image may contain: cloud, sky, outdoor, nature and waterImage may contain: sky, cloud, outdoor and natureImage may contain: sky, cloud, tree, plant, grass, outdoor and natureImage may contain: outdoorImage may contain: sky, cloud, outdoor and nature

Comments